ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত
বেজে উঠেছে বাংলাদেশ - ইংল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজের দামামা। রাত পেরুতেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশ ও বিদেশের বেশকিছু চ্যানেলে দেখা যাবে লাইভ ম্যাচ, এছাড়াও অনলাইন প্লাটফর্ম র্যাবিটহোল বিডি ইউটিউব চ্যানেলেও দেখা যাবে দুই দলের মধ্যকার সিরিজ।
মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ - ইংল্যান্ড সিরিজের স্পন্সর করেছে আগেই। এবার বিসিবি জানিয়েছে বাংলাদেশের দুইটি চ্যানেলে দেখা যাবে লাইভ ম্যাচ। এছাড়াও ভারত ও ইংল্যান্ডেও দেখা যাবে সিরিজটি।
আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে বাংলাদেশের গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে লাইভ ম্যাচ। এছাড়াও অনলাইন প্লাটফর্ম ইউটিউবে র্যাবিটহোল বিডিতে দেখা যাবে ম্যাচটি।
দেশের বাহিরে ভারতেও দেখা যাবে সিরিজটি। ভারতে ফ্যানকোডের সঙ্গে ইংল্যান্ডের স্কাই স্পোর্টস ও টেকল স্পোর্টসেও দেখা যাবে সিরিজটি।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (১ মার্চ) মিরপুরে দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। সিরিজের বাকি দুই ওয়ানডে গড়াবে ৩ ও ৭ মার্চ।