দুপুর ১২ টায় শুরু হবে ম্যাচ। ছবি: সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড। অপেক্ষায় পালা এবার শেষ হতে চলছে, রাত পোহালেই মিরপুরে শুরু হবে তামিম – বাটলারদের লড়াই।
সবশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেও ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ৯ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে চার বার। এছাড়াও সব ফরম্যাটে বাংলাদেশ সব দলের সঙ্গে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা হয়নি। সেই লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে যেতে আগামীকাল বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ।
সবমিলিয়ে ইংল্যান্ডের সঙ্গে ২১ দেখায় বাংলাদেশ হেসেছে ৪ বার, সেটিও ২০১৫ সালের পর। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারের ব্যবধান কমানোর চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের সামনে।
দুই দলেই রয়েছে তারকা ক্রিকেটার। বাংলাদেশ দলে তামিমের সঙ্গী লিটন দাস। সাকিব–মুশফিকদের সাথে মিরাজ। মোস্তাফিজের সঙ্গী তাসকিন। দেখা যেতে পারে এবাদত হোসেনকেও। তেমনি পিছিয়ে নিয়ে ইংল্যান্ডও। পূর্ণ শক্তির দল না নিয়ে এলের দলে রয়েছে বাটলার, মালানাদের মতো ক্রিকেটার। মঈন আলীর সাথে রয়েছেন আর্চার, উডদের মতো ক্রিকেটার। সবমিলিয়ে আগামীকাল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।
মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ - ইংল্যান্ড সিরিজ দেখা যাবে দেশের দুইটি চ্যানেলে। গাজী টিভি ও টি স্পোর্টসে। এছাড়াও র্যাবিটহোল বিডিতেও দেখা যাবে খেলা। শেষ মূহুর্তে বিসিবির সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের দুইটি টিভি চ্যানেলও।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ - তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন / তাইজুল ইসলাম।
ইংল্যান্ড - জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জেসন রন, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিনস, উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার।