• বিনোদন ডেস্ক
  • ০১ মার্চ ২০২৩ ২১:০৮:৫৫
  • ০১ মার্চ ২০২৩ ২১:০৮:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রনির সঙ্গে ৯ বছর সম্পর্কে থেকেছেন নুসরাত ফারিয়া, বিয়ে করা হল না

ছবি : সংগৃহীত

পারিবারিকভাবে রনি রিয়াদ রশীদের সঙ্গে ফারিয়ার শুরুটা বন্ধুত্ব দিয়ে। এরপরে প্রেম, পরিণয়ের লক্ষে ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে আংটি বদল করেন তারা। ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন। 

তখন ফারিয়া বলেছিলেন,  শিগগিরই বিয়ে করবেন তারা। কিন্তু বিয়ের খবর দিলেও বিয়ে আর করছিলেন না।  এর মধ্যেই গুঞ্জন রটে, রনির সঙ্গে ফারিয়ার বাগ্‌দান ভেঙে গেছে। সে ভাঙনের খবরটিই এবার আনুষ্ঠানিকভাবে জানালেন ফারিয়া। 

বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবেচিন্তে আমি ও রনি দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব রয়েছে। আমরা ভাগ্যবান, আমাদের মধ্যে দারুণ একটি বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে। যেটা সারা জীবনই থাকবে। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, আমার এই কঠিন সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন।’

নুসরাত ফারিয়ার  এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সমবেদনা জানিয়েছেন।  তবে সে সবের উত্তরে কিছুই জানাননি এই নায়িকা। রনির সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে তিনি আগেই জানিয়েছিলেন‘ আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

সংশ্লিষ্ট বিষয়

নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1442 seconds.