• নিজস্ব প্রতিবেদক
  • ০৪ মার্চ ২০২৩ ১৯:১৪:৩৪
  • ০৪ মার্চ ২০২৩ ১৯:১৪:৩৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহত ৫

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামে একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। অনেকেই দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অনেক বড় ধরনের একটি বিস্ফোরণ। 

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

হাইড্রোজেন পার অক্সাইডের তথ্য কেন গোপন করলো ডিপো কর্তৃপক্ষ

ঘটনাস্থলে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, এ পর্যন্ত পাঁচজনের  মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণে পুরো অক্সিজেন প্লান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর আগুন লাগায় ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ৪ জুন এই অক্সিজেন প্ল্যান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন। বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছিল। সেনাবাহিনীর একটি দল ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

সংশ্লিষ্ট বিষয়

সীতাকুণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1428 seconds.