ছবি : সংগৃহীত
বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন ধরেই সংগীত অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। এবার জীবনে প্রথমবারের মতো কোনো চাকরি করতে যাচ্ছেন বলে জানান এই নন্দিত শিল্পী। আর ক্যারিয়ার জীবনের নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়ক।
‘হ্যালো সুপারস্টার’ অ্যাপ-এর ‘কান্ট্রি হেড’ হিসেবে যোগদান করেছেন তিনি। বিষয়টি নিয়ে রোববার (৫ মার্চ) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনুভূতি প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক।
আসিফ লিখেন, মার্চের এক তারিখ থেকেই আমার চাকরিজীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।
এই সংগীতশিল্পী আরও লেখেন, চাকরির অফার এবং ধরন, সবকিছু মিলিয়েই আমার পছন্দ হয়েছে। আমার দীর্ঘ এই ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি নতুন পালক। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।
সবশেষে, নিজের জন্য দোয়া চেয়েছেন এবং সবার সুস্থতা কামনা করেছেন। আসিফ আকবর এখনও নিয়মিত গান করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু গানের কাজ।