• বিনোদন ডেস্ক
  • ১৩ মার্চ ২০২৩ ১৭:৪৩:২০
  • ১৩ মার্চ ২০২৩ ১৭:৪৩:২০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অস্কারে সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’

ছবি : সংগৃহীত

এ বছর অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স।’ সেইসঙ্গে সেরা পরিচালক ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কারও পায় ছবির কলাকুশলীরা।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর।

এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কে হুই কুয়ান এবং সেরা অভিনেত্রী জেইমি লি কুর্তিস।

‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করেন তারা। জমকালো আয়োজনের মধ্য দিয়েই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার।

খবর : বিবিসি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1515 seconds.