ছবি : সংগৃহীত
খারাপ সময়টা দিন দিন পেছনে ফেলতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। মাসখানেক আগেও যার টেকনিক, টেম্পরামেন্ট, স্কিল আর স্ট্রাইকরেট নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছে সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বাঁহাতি ব্যাটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সবাই। সেই নাজমুল শান্তই এখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। যে নক্ষত্র নজর কেড়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইনের।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু, ছিলেন দলের সংগ্রাহক। এরপর বিপিএলের টুর্নামেন্ট সেরা হয়ে ইংল্যান্ড সিরিজ, ধীরে ধীরে শান্ত হয়ে উঠছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা। স্কাই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা নাসের হুসেইনের মতে, শান্ত বাংলাদেশের আগামী দিনের তারকা হয়ে উঠছেন।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাট হাতে দুটি ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত।
শান্তর প্রশংসা করে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, 'বড় তারকা হতে যাচ্ছে শান্ত। বাংলাদেশের এ রকম আরও বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার প্রয়োজন। তাদের জন্য এটি অনেক বড় জয়।'
শান্ত ও বাংলাদেশকে কৃতিত্ব দিলেও জস বাটলারের নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন নাসের। তিনি বলেন, 'ইংল্যান্ড মাঠ এবং মাঠের বাইরে তাদের সেরাটা খেলতে পারেনি। এমনকি বাটলারও তার সেরাটা দিতে পারেনি আজ (গতকাল)। তার উচিত ছিল ওপেনিংয়ে ব্যাটে নামা। এ ছাড়া ফিল্ডার সেট করা এবং বোলার ঠিক করার জন্য সে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়েছে। ম্যাচের ১৯তম ওভারে এসে তার এই দ্বিধান্বিত মনোভাব বড় রিস্ক, অনেক বড় রিস্ক। এরপর কোনো ওভার না করা বোলারকে (ক্রিস জর্ডান) দিয়েই ওই ওভার করানো হল।'