• নিজস্ব প্রতিবেদক
  • ২৬ এপ্রিল ২০২৩ ০০:২৭:৩৬
  • ২৬ এপ্রিল ২০২৩ ০০:২৭:৩৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় দেড় হাজার বাংলাদেশি বর্তমানে সুদানে আছে বলে সরকার ধারণা করছে।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

তিনি বলেন, 'আইনশৃংখলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।'

সংশ্লিষ্ট বিষয়

বাংলাদেশ সুদান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1583 seconds.