• বিদেশ ডেস্ক
  • ০২ মে ২০২৩ ০৯:২৬:৩১
  • ০২ মে ২০২৩ ০৯:২৬:৩১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ সদস্য আহত

ছবি : সংগৃহীত

ফ্রান্সে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১ মে) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তিনি বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তা আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। এক টুইট বার্তা তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন বোর্ন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 2.7013 seconds.