• ০৩ মে ২০২২ ১৮:০৪:২৪
  • ১৫ মে ২০২৩ ১৮:০৭:৪৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

'মুক্তি' পেল গ্রামীণফোন

ছবি : সংগৃহীত

অঞ্জন চন্দ্র দেব, নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ওপর থেকে সিম বিক্রির নিষেধাজ্ঞা উঠে গেছে। ফলে স্বাভাবিক সময়ের মতোই সিম বিক্রি করতে পারবে অপারেটরটি। সোমবার সন্ধ্যায় গ্রামীণফোনকে সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে আজ মঙ্গলবার থেকেই অপারেটরটি গ্রাহকের কাছে সিম বিক্রি করতে পারবে।

এ বিষয়ে রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোনের অনেক উন্নতি হয়েছে। মানসম্মত সেবা নিশ্চিতে যে কয়েকটি শর্ত ছিল তার সব কয়টি তারা পূরণ করেছে। তাই তাদের সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০২২ সালের জুনে গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। নভেম্বরে পুরাতন সিম বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার ফলে প্রায় ৮ মাস সিম বিক্রি করতে পারছিল না গ্রামীণফোন।

গ্রামীণফোনের সেবার মান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত ছিলেন, সে সময় এমনটাই জানিয়েছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেছিলেন, যে সেবার মান খারাপের কারণে গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ করা হলো, বাকি তিনটি অপারেটরের সেবার মান কি ভালো? অবশ্যই নয়। কারণটি হচ্ছে, যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয় ,সেদিন সেখানে নেটওয়ার্ক ভালো ছিল না। প্রধানমন্ত্রী নিজে সেটা প্রত্যক্ষ করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1576 seconds.