• ২৭ আগস্ট ২০২২ ১৯:০০:৫২
  • ১৫ মে ২০২৩ ১৮:২৫:২১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দেশে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে শাওমি, ফিচারে সিম্ফনি

ছবি : সংগৃহীত

অঞ্জন চন্দ্র দেব, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে স্মার্টফোন বিক্রিতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শীর্ষস্থান দখল করেছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ২৮ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানে আছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, ফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ছিল ১৭ দশমিক ৩ শতাংশ এবং বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৬৫ শতাংশ। ১০ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীনা আরেক মোবাইল ব্যান্ড ভিভো।

কাউন্টার পয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক করণ চৌহান বলেন, এপ্রিলে ঈদ উপলক্ষে বাংলাদেশের বাজারে ভালো স্মার্টফোন শিপমেন্ট হয়। এ সময় দ্বিতীয় প্রান্তিকের প্রায় অর্ধেক স্মার্টফোন শিপমেন্ট হয়। এরপর মে ও জুন মাসে শিপমেন্ট কমতে থাকে। কারণ স্মার্টফোন তৈরির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং অতিরিক্ত ভ্যাট আরোপের কারণে ফোনের দাম ১০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

গবেষণায় জানানো হয়, বাংলাদেশের স্মার্টফোন চাহিদার ৮০ শতাংশ দেশে তৈরি হয়। প্রতি মাসে ২০ লাখের বেশি স্মার্টফোন তৈরির সক্ষমতা আছে দেশীয় কারখানার। আগামী বছর নাগাদ ৯৫ শতাংশের বেশি স্মার্টফোন স্থানীয়ভাবে উৎপাদিত হবে।

এদিকে ফিচার ফোন বিক্রিতে শীর্ষস্থান দখল করেছে দেশীয় ফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি। ১৭ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষস্থানে থাকা সিম্ফনির পরে রয়েছে চীনের আইটেল ও ফিনল্যান্ডের নকিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1562 seconds.